fbpx

৭৮ রানে অলআউট, ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও হোয়াইটওয়াশ টাইগ্রেসরা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

তিন ওয়ানডের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে এবার টি-টোয়েন্টি সিরিজেও হোয়াইটওয়াশ হল বাংলাদেশ নারী দল।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) মিরপুরের শের-ই বাংলা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে টাইগ্রেসদের ১৫৬ রানের বড় লক্ষ্য দেয় সফরকারীরা। জবাব দিতে নেমে মাত্র ৭৮ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। বাংলাদেশের বিপক্ষে ৭৭ রানে জয় পায় অস্ট্রেলিয়া।

এদিন অস্ট্রেলিয়ার দেওয়া ১৫৬ রানের জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের ব্যাটাররা গুটিয়ে গিয়েছে মাত্র ৭৮ রানে। ১৫৬ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরতেই ধাক্কা খেয়েছিল বাংলাদেশ। প্রথম ওভারেই দলীয় ৪ রানে আউট হন ওপেনার মুরশিদা খাতুন। মেগান শুটের বলে এলিস পেরির হাতে ক্যাচ তুলে দেন তিনি। আগের ম্যাচে দুর্দান্ত ব্যাটিং উপহার দেওয়া দিলারা আক্তার এদিন কিছুটা ধীরগতিতেই খেলেছেন। অবশ্য উপায়ও ছিল না। তাকে একপ্রান্তে রেখে আসা যাওয়া করেছেন রিতু মণি, স্বর্ণা আক্তাররা। রিতুর ব্যাট থেকে এসেছে ১০ রান। আর স্বর্ণা আউট শূন্য রানেই।

এর আগে ব্যাট করতে নেমে অ্যালিসা হিলির কল্যাণে উড়ন্ত সূচনা পায় অস্ট্রেলিয়া। মাঝের ওভারে নাহিদার তিন উইকেটে কিছুটা হলেও অজিদের লাগাম টেনে ধরে বাংলাদেশের মেয়েরা। কিন্তু, শেষদিকে গ্রেস হ্যারিস এবং তাহলিয়া ম্যাকগ্রা চড়াও হয়েছেন টাইগ্রেসদের ওপর। শেষ তিন ওভারেই এসেছে ৪৭ রান। তাতেই অস্ট্রেলিয়ার সংগ্রহ দাঁড়ায় ১৫৫ রান।

অস্ট্রেলিয়ার হয়ে ১২ রানে ৩ উইকেট নেন টেলা ভ্লেমিঙ্ক। আর ১ রান দিয়ে ২ উইকেট পেয়েছেন জর্জিয়া ওয়ারহাম।

Advertisement
Share.

Leave A Reply