fbpx

৭ ম্যাচ পর আর্সেনালের জয়!

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বড়দিনের উৎসবটা মাঠে উদযাপন করতেই হয়তো জমা করে রেখেছিলেন আর্সেনাল ফুটবলাররা। তাই হলো ৭ ম্যাচ পর জয় উৎসব। নগর প্রতিদ্বন্দ্বী চেলসিকে ৩-১ গোলে হারিয়েছে গানাররা। সেই সঙ্গে সুতোয় ঝুলে থাকা কোচ মিকেল আরতেতার চাকরিটাও আপাতত রক্ষা।

হারতে হারতে পয়েন্ট টেবিলের তলানিতে আর্সেনাল। সবশেষ জয়টা পেয়েছিলো ১ নভেম্বর ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে। দেয়ালে পিঠ ঠেকে যাওয়া গানাররা এবার রোমাঞ্চকর জয়ে গা ঝাড়া দিয়েছে।

নিজেদের মাঠে মূল একাদশে বেশ কিছু পরিবর্তন করে তরুণদের উপর আস্থা রাখেন আর্সেনাল কোচ। একাদশে আনেন ৬টি পরিবর্তন। ফলাফলটাও আসে দ্রুত। স্পট কিকে স্বাগতিকরা লিড নেয় ম্যাচের ৩৪ মিনিটে। ডি-বক্সে আর্সেনালের লেফটব্যাক কিয়েরান টিয়ের্নিকে ফেলে দেন জেমস, পেনাল্টি পায় গানাররা। সেখান থেকে গোল করে দলকে এগিয়ে দেন ফরাসি স্ট্রাইকার লাকাজেত।

গোলের আনন্দে ভেসে যায়নি স্বাগতিকরা। আরো চেপে ধরে চেলসিকে। ঠিক ১০ মিনিট পর বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক ফ্রি-কিকে ব্যবধান দ্বিগুণ করেন সুইস মিডফিল্ডার গ্রানিত জাকা।

২-০ ব্যবধানে পিছিয়ে পড়া চেলসির ফুটবলাররা বিরতির পরও নিজেদের মেলে ধরতে ব্যর্থ। উল্টো আরো এক গোল হজম করতে হয়। ৫৬ মিনিটে সাকার ডান পায়ের জাদুতে স্কোরলাইন ৩-০ হয়। ম্যাচের নির্ধারিত সময় শেষ হওয়ার ৫ মিনিট আগে ব্যবধান কমায় চেলসি। গোল করেন আব্রাহাম। আরো একটা গোল শোধ করতে পারতো অতিথি দল। কিন্তু, পেনাল্টি থেকেও গোল দিতে ব্যর্থ জর্জিনিও।

এই জয়ের পরেও আর্সেনাল ১৫ পয়েন্ট নিয়ে আছে লিগ টেবিলের ১৪তম স্থানে। ওদিকে হেরে সপ্তম স্থানে নেমে গেছে চেলসি।

Advertisement
Share.

Leave A Reply