fbpx

৮ বছর পর ঢাকায় নিউজিল্যান্ড দল

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আজ মঙ্গলবার (২৪ আগস্ট) বাংলাদেশে এসে পৌঁছেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। অকল্যান্ড থেকে দীর্ঘ ভ্রমণ শেষে আজ বেলা বারোটায় ঢাকায় পা রেখেছে কিউইরা। অস্ট্রেলিয়া দল সরাসরি রানওয়ে থেকেই টিম বাসে উঠলেও স্বাভাবিক ইমিগ্রেশন নিয়ম মেনেই হোটেলে গেছে কিউইরা।

১৫ সদস্যের স্কোয়াডের দুই জন আগেই ঢাকা আসায় আজ স্কোয়াডের বাকি ১৩ জন এসে পৌঁছেছে দেশে। ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে তিন দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন পালন করবে নিউজিল্যান্ড দল। তিনদিনের কোয়ারেন্টিন শেষে মাঠে প্র্যাক্টিসে নামবে নিউজিল্যান্ড। কিউইদের মতো আজই হোটেলে উঠে পড়বে বাংলাদেশ দলও।

এদিকে, সফরে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা থাকলেও পরে তা বাতিল করেছে টম লাথামের নেতৃত্বাধীন দল। ফলে, পহেলা সেপ্টেম্বর সরাসরি পাঁচ ম্যাচ টি-টোয়েন্টির প্রথমটা খেলতে নামবে নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়া সিরিজে পাঁচ ম্যাচের সবগুলো সন্ধ্যা ছয়টায় হলেও নিউজিল্যান্ড সিরিজের ম্যাচগুলো শুরু হবে বিকাল চারটায়। নিউজিল্যান্ড-বাংলাদেশের টাইম জোনের পার্থ্যকের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিসিবি।

Advertisement
Share.

Leave A Reply