fbpx

আত্মহত্যা করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক জিমন্যাস্টিক কোচ জন গেডার্ট

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মানব পাচার ও যৌন হয়রানির অভিযোগ আনার কয়েক ঘণ্টা পরেই আত্মহত্যা করলেন যুক্তরাষ্ট্রের সাবেক জিমন্যাস্টিক কোচ জন গেডার্ট। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকালে, ল্যানজিং এলাকা থেকে কোচ জন গেডার্টের মরদেহ উদ্ধার করে পুলিশ।

মিশিগানের অ্যাটর্নি জেনারেল তার আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন। এর কয়েক ঘণ্টা আগেই, সাবেক এই জিমন্যাস্টিকের বিরুদ্ধে ২৪ টি অভিযোগ দায়ের করা হয়েছিল।

এক সংবাদ সম্মেলনে জেনারেল ডানা নেসেল বলেন, ‘আমরা আশা করেছিলাম দুপুর গড়ানোর আগেই জন গেডার্ট কর্তৃপক্ষের সামনে এসে তার বিরুদ্ধে আনা অভিযোগের তদন্তে সহায়তা করবেন।‘

২০১২ সালে গেডার্ট নারী জিমন্যাস্টিক দলের প্রধাম কোচ হিসেবে কাজ করেছেন। এ সময় ওই দলের চিকিৎসক ছিলেন ল্যারি নাসার।

২০১৮ সালে ল্যারি নাসারের বিরুদ্ধে ২৬৫ জন নারীকে যৌন হয়রানির অভিযোগ ওঠে। নারী অ্যাথলেটদের যৌন হয়রানি করার অভিযোগে সে সময় ৫৪ বছর বয়সী ল্যারি নাসারের বিচার হয় মিশিগানের আদালতে। নারীদের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অভিযোগ প্রমাণিত হলে নাসারকে ৪০ থেকে ১৭৫ বছর পর্যন্ত কারাদণ্ড দেয় আদালত।

Advertisement
Share.

Leave A Reply