fbpx

আমাকে মনে রাইখেন, ভুইলেন না : তামিম ইকবাল

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বিশ্বকাপ দল থেকে বাদ পড়ার পর আজ (বুধবার) মুখ খুললেন তামিম ইকবাল। নিজের অফিসিয়াল ফেসুবকে একটি ভিডিও বার্তা দিয়েছেন দেশ সেরা এই ওপেনার।

তামিম বলেন, আমি কোনো সময়, কোনো মুহূর্তে কাউকেও বলিনি যে আমি পাঁচ ম্যাচের বেশি খেলতে পারবো না। এই কথাটা কোনো সময় হয়নি। এটা একটা মিথ্যা কথা ভুল কথা। আমি জানি না কে বা কাহারা মিডিয়াকে কথাটা বলছে।

তিনি বলেন, আপনারা জানেন আমি অবসরে যাই। অবসরে যাওয়ারও কারণ ছিল। প্রধানমন্ত্রীর কারণেই আমি আবার অবসর থেকে ফিরি। এই দুই মাস আমি প্রচণ্ড পরিমান কষ্ট করে নিজেকে ফিট করার চেষ্টা করি। ফিজিও ট্রেইনারা যারা ছিলেন তারা আমার সঙ্গে একমত হবেন যে, তারা আমাকে যা যা করতে বলছে যে সেশনে আমি তা তা করি নাই নিজেকে ফিট করার জন্য।

এর আগে ফেসবুকে তামিম ইকবাল লিখেন, আজকে বাংলাদেশ জাতীয় দল ভারতের উদ্দেশ্যে রওনা দেওয়ার পর একটি ভিডিও বার্তার মাধ্যমে আমি সবাইকে বিগত কয়েক দিনের ঘটে যাওয়া ব্যাপারে কিছু কথা বলব। গত কয়েক দিন অনেক কথাই গণ মাধ্যমগুলোতে এসেছে। আমি মনে করি বাংলাদেশ দলের এবং আমার ভক্ত-সমর্থক সবারই পরিষ্কার ভাবে সব কিছু জানার অধিকার রাখে।

বিশ্বকাপ দলে না থাকা ও বিসিবির সঙ্গে তামিমের পুরো যোগাযোগপ্রক্রিয়া শুরুতেই তুলে ধরেন টাইগারদের এই দেশসেরা ওপেনার। ভিডিও বার্তার শেষদিকে তামিম সকলের উদ্দেশে বিনয়ের সঙ্গে অনুরোধ করেন, ‘একটাই রিকুয়েষ্ট করবো সবাইকে- আমাকে মনে রাইখেন, ভুলে যাইয়েন না।’

Advertisement
Share.

Leave A Reply