fbpx

ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে রাশিয়া

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ইউক্রেনের রাজধানী কিয়েভের ওপর রুশ ক্ষেপণাস্ত্র হামলা চলছে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, তার বাহিনী কিয়েভের দক্ষিণ ওডেসা আর উত্তর পূর্বের খারকিভে রুশ সেনাদের সাথে লড়ছে।

এ পর্যন্ত ইউক্রেনের ১৯৮ জন মারা গেছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রী। তবে জাতিসংঘ জানিয়েছে গেল তিন দিনের হামলায় অন্তত ২৪০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

কিয়েভের মেয়র বলছেন, রাজধানীতে ‘অন্তর্ঘাতী বাহিনী’ সক্রিয় হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সোমবার সকাল পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, যেসব নাগরিক এই সময় রাস্তায় বের হবে, তাদের শত্রু পক্ষের অন্তর্ঘাতী বাহিনীর সদস্য হিসেবে বিবেচনা করা হবে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে নিশ্চিত করা হয়েছে, ইউক্রেনের দক্ষিণ অঞ্চলের শহর মেলিতোপোল এখন তাদের নিয়ন্ত্রণে।

সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, রাশিয়ার সেনাদের ঠেকাতে কিয়েভের বিভিন্ন স্থানে ইউক্রেনের সেনা ও বেসামারিক স্বেচ্ছাসেবীরা অবস্থান নিয়েছে। সেই সাথে ইউক্রেনকে সহায্য করতে অস্ত্রশস্ত্র ও সামরিক সরঞ্জাম ইউক্রেনের উদ্দেশ্যে রওনা হয়েছে। রাশিয়ার সাথে লড়তে সামরিক সহায়তা দিচ্ছে পশ্চামf বিশ্বও।

https://www.facebook.com/bbsbangla.news/videos/996274937911606

Advertisement
Share.

Leave A Reply