fbpx

এশিয়া কাপে ‘অপ্রতিরোধ্য’ বাংলাদেশ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ওপেনার মাহফিজুল ইসলাম রবিনের ১১২ রানের ইনিংসে ভর করে এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে রানের পাহাড়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। নির্ধারিত ৫০ ওভারে টাইগার যুবাদের সংগ্রহ ২৯১ রান; কুয়েতের হয়ে আব্দুল সাদিক নিয়েছেন তিন উইকেট।

টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, শুরুতেই বিপর্যয়। দলীয় তিন রানেই প্যাভিলিয়নে ওপেনার ইফতিখার হোসেন। উল্লাসে মাত কুয়েত অনূর্ধ্ব-১৯ দল, তবে বেশিক্ষণ টিকেনি সেই উচ্ছ্বাস। দ্বিতীয় উইকেট জুটিতে আইচ মোল্লাহকে নিয়ে রবিনের ৮৪ রানের জুটি, তাতেই মুখের হাসি বিলীন মির্জা আহমেদ-জিসান আজীমদের। আইচ প্যাভিলিয়নে ফিরেছেন ব্যক্তিগত ২০ রানে।

আইচ ফিরলেও আরিফুল ইসলামকে নিয়ে ৫৩ এবং তাহজিবুল ইসলামকে নিয়ে ৪৪ রানের জুটি গড়েছেন টাইগার ওপেনার। আরিফুলের ব্যাট থেকে এসেছে ২৩ রান, তাহজিবুলের ব্যাট থেকে ২৫; রবিন প্যাভিলিয়নে ফিরেছেন ১১২ রানে। রবিন যখন ফিরছেন বাংলাদেশের সংগ্রহ তখন ১৯৭ রানে ৫ উইকেট, এরপরেও টাইগার যুবারা যেই ২৯১ রান স্কোরবোর্ডে তুলেছে সেটা মেহরাব হোসেনের ৪২ রান, রাকিবুল হাসানের ২১ রানের কল্যাণে।

প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে জয়, তাও আবার ১৫৪ রানে! দ্বিতীয় ম্যাচে তুলনামুলক সহজ প্রতিপক্ষ কুয়েত, সেকারণেই হয়তো দলে বেশকিছু পরিবর্তন! তিনে গত ম্যাচেই সেঞ্চুরি পাওয়া প্রান্তিক নওরোজ নাবিলের জায়গায় ব্যাটিংয়ে আইচ, চারে আরিফুল ইসলাম, পাঁচে তাহজিবুল ইসলাম, ছয়ে মেহরাব হোসেন। তানজিম সাকিব এবং মোহাম্মদ আশিকের জায়গায় একাদশে মুশফিক হাসান আর রিপন মন্ডল। সবকিছুই যে বিশ্বকাপের আগে নিজেদের শক্তিমত্তাটা আরও ভালোমতো পরখ করে নেয়ার চেষ্টা, সেটা অনুমান করাই যায়।

Advertisement
Share.

Leave A Reply