fbpx

টাইগ্রেসদের ভাগ্যে টানা চার হার নাকি ‘এক’ জয়?

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

টানা তিন ম্যাচে হারের পর কেপটাউনে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ সময় রাত ১১টায় সাউথ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে নারী দল। অন্তত একটা সান্ত্বনার জয় নিয়ে কি ফিরতে পারবে নিগার সুলতানার দল?

দারুণ কিছু করার প্রত্যাশা নিয়েই সাউথ আফ্রিকায় উড়াল দিয়েছিল সালমা খাতুন-জাহানারা আলমরা। কিন্তু প্রথম ম্যাচেই হোঁচট; শ্রীলঙ্কার বিপক্ষে হার ৭ উইকেটের বড় ব্যবধানে। পরের ম্যাচে অজিদের বিপক্ষে আরও বড় ব্যবধানে (৮ উইকেটে) হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে রুমানা-শামীমাদের। দুই ম্যাচেই আগে ব্যাট করলেও নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমে ফিল্ডিং করেছে বাংলাদেশ নারী দল, তাতেও বদলায়নি ফলাফল। শুধু উইকেট ব্যবধানে পরাজয়ের জায়গাতে হারের ব্যবধানটা ৭১ রানের!

নারীদের বিশ্বকাপে বাংলাদেশ আর আয়ারল্যান্ড, এই দুই দল এখন অব্দি জয়ের দেখা পায়নি একটাও। আইরিশ নারীদের কোনো সুযোগ নাই জয় নিয়ে মাঠ ছাড়ার, বাংলাদেশের সামনে তবুও সুযোগ থাকছে। নিজেদের তিন ম্যাচে মাত্র এক জয় স্বাগতিক সাউথ আফ্রিকার, গ্রুপের তুলনামুলক দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়তে পারবে কি বাংলার মেয়েরা?

Advertisement
Share.

Leave A Reply