fbpx

টি-টোয়েন্টি ফরম্যাটে এবারের এশিয়া কাপ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

২৭ আগস্ট থেকে ছয় দল নিয়ে শ্রীলঙ্কায় শুরু হতে যাচ্ছে এশিয়া কাপ, এবারের আসর অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ফরম্যাটে; চলবে ১১ সেপ্টেম্বর পর্যন্ত। টেস্ট স্ট্যাটাস পাওয়া এশিয়ার পাঁচ দল বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং আফগানিস্তান ছাড়াও আসন্ন এশিয়া কাপে অংশ নেবে আরও এক দল। বাছাইপর্বের মধ্য দিয়ে নির্বাচন করা হবে সেই দলকে; সংযুক্ত আরব আমিরাত, হংকং, কুয়েত এবং সিঙ্গাপুরকে নিয়ে ২০ আগস্ট শুরু হবে এশিয়া কাপের বাছাইপর্ব।

২০১৮ সালে সর্বশেষ এশিয়া কাপে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। করোনার কারণে ২০২০ সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হয়নি এশিয়া কাপের আসর, ২০২২ সালে পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তাই হচ্ছে না। নতুন সূচি অনুযায়ী, ২০২৩ সালে পাকিস্তানে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ।

আসন্ন এশিয়া কাপ হবে ১৫তম সংস্করণ, ১৯৮৪ সালে শারজাহতে প্রথমবার অনুষ্ঠিত হয় এশিয়া কাপ। সর্বোচ্চ সাতবার এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত, পাচবার শ্রীলঙ্কা। বাংলাদেশের সামনে সর্বশেষ এশিয়া কাপে সুযোগ থাকলেও রানার্সআপেই সন্তুষ্ট থাকতে হয়েছে টাইগারদের।

Advertisement
Share.

Leave A Reply