fbpx

টেস্টে দুইশোতম ‘পাঁচ’ এবং ‘ফিফটি’

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

টেস্ট দলে নিয়মিত সুযোগ মেলে না নিউজিল্যান্ডের ক্রিকেটার ম্যাট হেনরির। এবারও কিউই বাঁহাতি পেসার ট্রেন্ট বোল্ট পিতৃত্বকালীন ছুটিতে থাকার ফলেই তাঁর সুযোগ মিলেছে সাউথ আফ্রিকা সিরিজে। সুযোগটাও ভালোভাবেই কাজে লাগিয়েছেন এই বোলার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম ইনিংসে একাই গুঁড়িয়ে দিয়েছেন প্রোটিয়াদের। শিকার করেছেন ৭ উইকেট! ব্যাট হাতেও আছে অপরাজিত ৫৮* রানের ইনিংস, তাও আবার ১১ নম্বর পজিশনে খেলতে নেমে! টেস্ট ইতিহাসে ‘দুইশোতম’ বার একই টেস্টে ৫ উইকেট এবং ফিফটি করার রেকর্ড গড়েছেন এই বোলার।

প্রথম ইনিংসে হেনরির ৭ উইকেট শিকারের দিনে দক্ষিণ আফ্রিকা অলআউট হয়েছে মাত্র ৯৫ রানে। ৯০ বছর পর এই প্রথম প্রোটিয়ারা কোনো টেস্টের প্রথম ইনিংসে একশোর নিচে অলআউট হয়েছে। এর আগে ১৯৩২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে মেলবোর্ন টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৩৬ রানে অলআউট হয়েছিলো তারা। হেনরির কল্যাণে আবারো একই লজ্জার সম্মুখীন ডিন এলগারের দল।

৭ উইকেট শিকার করতে হেনরি রান দিয়েছেন ২৩। যা নিউজিল্যান্ডের টেস্ট ইতিহাসে যৌথভাবে তৃতীয় সেরা বোলিং ফিগার। ভাগ বসিয়েছেন কিংবদন্তি স্যার রিচার্ড হ্যাডলির সাথে। ১৯৭৬ সালে ওয়েলিংটনে ভারতের বিপক্ষে ৭ উইকেট শিকার করেছিলেন হ্যাডলি। কাকতালীয়ভাবে ৭ উইকেট শিকার করতে হ্যাডলিও সমান ২৩ রান দিয়েছিলেন।

তথ্যসূত্র: অলরাউন্ডার

Advertisement
Share.

Leave A Reply