fbpx

নিউজিল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়ছে নারী ক্রিকেট দল

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

নিউজিল্যান্ডে ৪ মার্চ থেকে শুরু হওয়ার কথা ওয়ানডে নারী ক্রিকেট বিশ্বকাপ। বিশ্ব মঞ্চে খেলতে ৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে নিউজিল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এবারই প্রথমবারের মতো মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশের নারীরা।

দুপুর ১টা ২০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে তারা ঢাকা ছেড়ে যাবে। কিন্তু পুরো দল একসঙ্গে যেতে পারছে না! করোনাভাইরাসে আক্রান্ত হওয়া তিনজনকে রেখে বিশ্বকাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ।

নারী ক্রিকেট দলের তিনজনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পওয়া গেছে। তাদের মধ্যে একজন খেলোয়াড়, একজন ট্রেনার, অন্যজন অফিসিয়াল। বিসিবির উইমেন্স উইং চেয়ারম্যান শফিকুল আলম চৌধুরী নাদেল বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, করোনা এখন স্বাভাবিক হয়ে গিয়েছে। আমাদের দলের একজন খেলোয়াড়সহ তিনজন আক্রান্ত হয়েছে। তারা ৮ দিন পর টেস্টে নেগেটিভ হলে নিউজিল্যান্ড যেতে পারবে।

নিউজিল্যান্ড গিয়ে ১০ দিনের হোটেল কোয়ারেন্টিন শেষে মাঠের অনুশীলনে নামবে বাংলাদেশের মেয়েরা। মালয়েশিয়ায় কমনওয়েলথ গেমস বাছাই পর্ব খেলে এসে মিরপুরে মাত্র পাঁচ দিন ক্যাম্প করতে পেরেছে তারা। আগামী ৪ মার্চ শুরু হবে ৫০ ওভারের ক্রিকেটের শ্রেষ্ঠত্বের লড়াই। বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে ৫ মার্চ, প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।

এবারের আসরের মূলপর্বে খেলবে আটটি দল। রবিন রাউন্ড পদ্ধতিতে হবে প্রথম পর্ব। এর পর চারটি দল খেলবে সেমিফাইনালে। ৩ এপ্রিল হবে আসরের ফাইনাল।

শুরুতে বিশ্বকাপ অভিযানের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছিল বিসিবি। পরে বিশ্বকাপে রিজার্ভ হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন উইকেটকিপার ব্যাটার নুজহাত তাসনিয়া। সানজিদা আক্তারের সঙ্গে দ্বিতীয় রিজার্ভ খেলোয়াড় হিসেবে ২৫ বছর বয়সী তাসনিয়াকে নেয়া হয়েছে। নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দলে পেসার জাহানারা আলমও সুযোগ পেয়েছেন। এর আগে কমনওয়েলথ গেমসের বাছাই পর্বের দল থেকে বাদ পড়েছিলেন এই পেসার।

বিশ্বকাপে বাংলাদেশ নারী দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), সালমা খাতুন, রুমানা আহমেদ, ফারজানা হক পিংকি, জাহানারা আলম, শামীমা সুলতানা, ফাহিমা খাতুন, রিতু মনি, মুর্শিদা খাতুন, নাহিদা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, লতা মণ্ডল, শোভনা মোস্তারি, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুরাইয়া আজমীম ও নুজহাত তাসনিয়া।

Advertisement
Share.

Leave A Reply