fbpx

পারলেন না বাংলাদেশের মেয়েরা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

চার ম্যাচের চারটিতে জিতে বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৯ দল উঠেছিল ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে। কিন্তু সেই অপরাজিত বাংলাদেশ হোঁচট খেলো ফাইনালে এসে।

স্বাগতিকদের কাঁদিয়ে অনূর্ধ্ব-১৯ নারী ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের শিরোপা জিতল শ্রীলঙ্কা। ৩৬ রানে হেরেছে বাংলাদেশের মেয়েরা। এই প্রতিযোগিতার অন্য দলটি ছিল পাকিস্তান।

১৪৯ রানের লক্ষ্যে নেমে বাংলাদেশের উদ্বোধনী জুটি করে মাত্র ১ রান। তৃতীয় ওভারের প্রথম বলে মোসাম্মৎ ইভাকে ফেরান দেওমি বিহঙ্গ বিজেরত্নে। ৬ বলে ১ রান করেন ইভা।

এরপর তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন হাবিবা ইসলাম পিংকি। ৭ বলে ১ চারে করেন ৮ রান। চতুর্থ ওভারের তৃতীয় বলে পিংকির উইকেট তুলে নেন রিস্মি সাঞ্জানা। দুই ওভারের মধ্যে আরও ২ উইকেট হারায় বাংলাদেশ। ৫.৪ ওভারে স্বাগতিকদের স্কোর হয়ে যায় ৪ উইকেটে ২৩ রান। একমাত্র সুমাইয়া আকতার দুই অঙ্কের রান করতে পেরেছেন। ৬ বলে ২ চারে করেন ১০ রান।

এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ নারী দলের অধিনায়ক মানুদি দুলানসা নানায়াক্কারা। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৪৮ রান করেছে লঙ্কানরা।

ইনিংস সর্বোচ্চ ৬৬ রান করেন নেথমি পূর্ণা সেনারত্না। ওপেনিংয়ে নেমে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন তিনি। ৫৭ বলের ইনিংসে ৮ চার মেরেছেন। দ্বিতীয় সর্বোচ্চ ৪৯ রান করেন আরেক ওপেনার দেওমি বিহঙ্গ বিজেরত্নে।

বাংলাদেশের বোলারদের মধ্যে ১টি করে উইকেট নিয়েছেন নিশি, রাবেয়া ও জান্নাতুল মাওয়া।

Advertisement
Share.

Leave A Reply