fbpx

বিজয়ের কামব্যাক, লিটনের আক্ষেপ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

তিন বছর পর ওয়ানডে একাদশে আসা, আট বছর পর ওয়ানডেতে ফিফটির দেখা। ছয় চার আর তিন ছয়ে এনামুল হক বিজয়ের ৬২ বলে ৭৩ রানের এই কামব্যাক ইনিংসকে অসাধারণ না বলে উপায় আছে? হারারে স্পোর্টস ক্লাব মাঠে প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে দুদার্ন্ত ব্যাটিং নৈপুণ্য দেখিয়েছে টাইগাররা।

উপরের চার ব্যাটসম্যানের ফিফটিতে নির্ধারিত ৫০ ওভারে দুই হারিয়ে বাংলাদেশের স্কোরবোর্ডে জমা হয় ৩০৩ রান। ওপেনিং জুটিতে ১৫৪ বলে ১১৯ রান করেন তামিম-লিটন। আট হাজার রান পূর্ণ করার দিনে তামিম আউট হন ৬২ করে। ফিফটি তুলে নেওয়া আরেক ওপেনার লিটন সেঞ্চুরি থেকে ১৯ রান দূরে থাকতে ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন। বিজয়ের সাথে করেছিলেন ৪৫ বলে ৫২* রানের জুটি।

এরপর ৩য় উইকেট জুটিতে বিজয় এবং মুশফিক যোগ করেন ৭৬ বলে ৯৬ রান। ৭২ করে বিজয় ফিরে গেলেও শেষ পর্যন্ত অপরাজিত থেকে মুশফিক করেন অপরাজিত ৫২*(৪৯)। শেষদিকে মাহমুদউল্লার ১২ বলে ২০* রানে ভর করে বাংলাদেশ করে ৩০৩/২ রান।

Advertisement
Share.

Leave A Reply