fbpx

মেসির টানে মায়ামিতে সুয়ারেজ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের বন্ধুত্ব জগৎবিখ্যাত। সেই বন্ধুত্বের টানেই বুঝি এবার মেসির বর্তমান ক্লাব ইন্টার মায়ামিতে চলে এসেছেন সুয়ারেজ। সার্জিও বুসকেটস এবং জর্ডি আলবার পর এই বার্সেলোনার সাবেক ফুটবলারকে ভেড়ালো ইন্টার মায়ামি।

মেজর লীগ সকারের (এমএলএস) ক্লাবটিতে যোগ দিলেন সুয়ারেজ। মায়ামির সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে উরুগুইয়ান ফরোয়ার্ড বললেন, ‘পুরনো বন্ধুদের সঙ্গে মিলিত হতে মুখিয়ে আছি।’

২০১৪ থেকে ২০২০ সাল- এই ৬ বছর বার্সেলোনায় ড্রেসিংরুম শেয়ার করেন লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, সার্জিও বুসকেটস এবং জর্ডি আলবা। ২০২০ সালে বার্সেলোনা ছাড়েন সুয়ারেজ। পরের বছর স্পেন ত্যাগ করেন মেসি। আর গত মৌসুমের শেষে ন্যু-ক্যাম্প থেকে বিদায় নেন বুসকেটস এবং আলবা। গত জুলাইয়ে মেসি ইন্টার মায়ামিতে যোগ দেয়ার পর ক্লাবটিতে যান বুসকেটস এবং আলবা।

এবার সুয়ারেজ যোগ দেয়ায় দীর্ঘ তিন বছর আবারো চার বন্ধু এক সঙ্গে খেলবেন। ইন্টার মায়ামির সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে সুয়ারেজ বলেন, ‘পুরনো বন্ধুদের (মেসি, বুসকেটস ও জর্ডি আলবা) সঙ্গে মিলিত হতে উন্মুখ হয়ে আছি আমি। নতুন সতীর্থ এবং কোচদের সঙ্গেও সাক্ষাৎ করতে রোমাঞ্চিত আমি।’

মেসির টানে মায়ামিতে সুয়ারেজ

আগেই জানা যায় ব্রাজিলিয়ান ক্লাব গ্রেমিওর সঙ্গে চুক্তির মেয়াদ শেষে ইন্টার মায়ামিতে যোগ দেবেন লুইস সুয়ারেজ।
মূলত মেসির দ্বারাই যুক্তরাষ্ট্রের ফুটবলে যোগ দিতে অনুপ্রাণিত হন উরুগুইয়ান তারকা। আগামী ৩১শে ডিসেম্বর পর্যন্ত গ্রেমিওর সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন সুয়ারেজ। লীগের খেলা শেষ হওয়ায় তার আগেই ফ্রি এজেন্ট হয়ে যোগ দিলেন মায়ামিতে। সুয়ারেজ বলেন, ‘ইন্টার মায়ামির সঙ্গে নতুন চ্যালেঞ্জে যুক্ত হতে পেরে আমি খুব খুশি এবং রোমাঞ্চিত। আমার আর তর সইছে না, এই দুর্দান্ত দলটির সঙ্গে অনেক শিরোপা জিতে স্বপ্নপূরণ করতে চাই। আমরা আমাদের উচ্চাকাঙ্ক্ষা নিয়ে আশাবাদী। এই দলের সমর্থকদের আনন্দে ভাসাতে নিজের সবটুকু উজাড় করে দেব আমি।’

ইউরোপিয়ান গণমাধ্যমগুলোর খবর, বছরে ২ লাখ ডলার বেতন পাবেন সুয়ারেজ। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২২ কোটি টাকা।

সুয়ারেজকে দলে ভেড়ানো প্রসঙ্গে ইন্টার মায়ামির মালিক ডেভিড বেকহ্যাম বলেন, ‘লুইসের (সুয়ারেজ) মতো যোগ্যতাসম্পন্ন ও উচ্চাকাঙ্ক্ষী কাউকে আমাদের ক্লাবে আনতে পেরে আমরা আনন্দিত। মায়ামিতে তার যোগদান পরবর্তী প্রজন্মকে উৎসাহিত করবে। তার সঙ্গে সাবেক সতীর্থ ও তরুণ ফুটবলারদের খেলা দেখতে মুখিয়ে আছি।’

Advertisement
Share.

Leave A Reply