fbpx

লক্ষ্য একটাই, ‘টেস্ট জেতা’

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বছরের শুরুতেই নিউজিল্যান্ডে টেস্ট জেতার পর থেকেই বাংলাদেশ টেস্ট দল এখন বেশ আত্মবিশ্বাসী। তাদের মনে বিশ্বাস জন্মেছে, পাঁচদিন উইকেটে টিকে থাকতে পারলে যেকোনো কন্ডিশনেই যেকোনো বোলারের বিপক্ষে ভালো করা সম্ভব। সাউথ আফ্রিকার বিপক্ষে তামিম ইকবালের নেতৃত্বে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। এবার স্বাগতিকদের মাটিতে টেস্ট জিততে চান মুমিনুল হকের দল।

“আমরা যখন খেলি জেতার জন্যই খেলি। আমাদের গোল অবশ্যই ম্যাচ জেতা। পাঁচদিন ডমিনেট করতে পারলে ম্যাচ আমাদের পক্ষেই আসবে”-বলছিলেন মুমিনুল

ওয়ানডে সিরিজ জেতার সুখস্মৃতি নিয়েই মাঠে নামবে টেস্ট দল। তবে সাদা এবং লাল বলের ক্রিকেটে পার্থক্য থাকায় নতুন উদ্যোমে টেস্ট শুরু করতে চান বাংলার টেস্ট অধিনায়ক। এ প্রসঙ্গে তিনি বলেন,“আত্মবিশ্বাস তো অবশ্যই আছে। আপনি যখন একটা সফরে ওয়ানডে সিরিজ জিতে যাবেন তখন দল অবশ্যই চাঙ্গা থাকবে। তবে সাদা এবং লাল বলে পার্থক্য আছে। আমাদের নতুন করে শুরু করতে হবে।”

দলে প্রোটিয়া কোচদের আধিক্য থাকায় বেশ সুবিধাই পাচ্ছেন মুমিনুল বাহিনী। তবে, আবহাওয়া নিয়ে আছে কিছু দুশ্চিন্তাও। এ ব্যাপারে তিনি বলেন, “অবশ্যই আমাদের দলে সাউথ আফ্রিকান কোচের আধিক্য বেশি থাকায় আমাদের কিছুটা হলেও সুবিধা হয়েছে, বাড়তি সাপোর্ট পাবো। তবে এখানকার ওয়েদার অনেক বড় ফ্যাক্ট হতে পারে।”

Advertisement
Share.

Leave A Reply