fbpx

সেমিফাইনালে সেরা ক্রিকেট খেলেই জিততে চান বোল্ট

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বুধবার (১০ নভেম্বর) টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হতে যাচ্ছে নিউজিল্যান্ড। দুই দলই দ্বিতীয় রাউন্ডে সমান চার জয় নিয়েই পৌঁছেছে সেমিফাইনালে। তবুও প্রথম সেমিফাইনালের আগে ইংল্যান্ডকে রাখা হচ্ছে বেশ এগিয়ে। তা নিয়ে আক্ষেপ নেই কিউই পেসার ট্রেন্ট বোল্টের। এক ভিডিও বার্তায় জানিয়েছেন, ভালো খেলেই জিততে চান সেমিফাইনালে।

ট্রেন্ট বোল্ট তার ভিডিও বার্তায় বলেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের সেরা ক্রিকেটটা খেলেই জিততে চাই। সাদা বলের ক্রিকেটে আমাদের দুই দলেরই দারুণ ইতিহাস আছে। আশা করি, মানুষ অত্যন্ত আগ্রহ নিয়ে ম্যাচটা উপভোগ করবে।’

পাকিস্তানের বিপক্ষে হারার পর বাকি চার ম্যাচেই জয় নিয়ে মাঠ ছেড়েছে নিউজিল্যান্ড। অপরদিকে, ইংল্যান্ড টানা চার ম্যাচ জেতার পর হেরেছে নিজেদের শেষ ম্যাচে। টানা জয়টাকেই তাই এগিয়ে রাখছেন বোল্ট।

বোল্ট আরও বলেন, ‘এটা দুর্দান্ত ব্যাপার! পুরো টুর্নামেন্ট জুড়ে আমরা বেশ কিছু ভালো প্রতিপক্ষ পেয়েছিলাম। যাদের বিপক্ষে ভালো খেলে আমরা এখন আত্মবিশ্বাসী।’

সেমিফাইনালে সেরা ক্রিকেট খেলেই জিততে চান বোল্ট

দল হিসেবে লড়াই করার মানসিকতাকেই এগিয়ে রাখছেন বোল্ট।

সেমিফাইনালের আগে দলের প্রস্তুতি এবং নিজেদের ভালো খেলার মূলমন্ত্র সম্পর্কে বলতে গিয়ে বাঁহাতি এই পেসার জানান, ‘সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, আমরা দল হিসেবে খেলতে পারছি। নিজেদের সেরাটা দিয়ে লড়ছি এবং বিপক্ষ দলের উইকেটগুলো দ্রুত তুলে নেয়ার চেষ্টা করছি। আমরা একজন আরেকজনের খেলাটা বুঝি আর এটাই আমাদের এগিয়ে যেতে সহযোগিতা করছে।’

বিশ্বকাপে দারুণ ফর্মে আছেন কিউই বোলাররা। অ্যাডাম মিলনে যোগ্য সঙ্গ দিলেও লকি ফার্গুসনের ইনজুরিটা বড় ধাক্কা হয়েই যে এসেছে সেটা লুকোননি বোল্ট। তিনি বলেন, ‘লকির টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়াটা আমাদের দলের জন্য বড় ধাক্কা। তবে অ্যাডাম এখন ফিট আছে। আশা করছি, সে প্রতিপক্ষকে চাপে রেখে দলের জন্য বড় ভূমিকা পালন করতে পারবে।’

Advertisement
Share.

Leave A Reply