fbpx

এগারো ওভারেই জিতলো টাইগার নারী দল!

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

করোনা মহামারির দীর্ঘ বিরতি শেষে জিম্বাবুয়ে সফর দিয়ে আবারো শুরু হয়েছে বাংলাদেশ নারী জাতীয় দলের কার্যক্রম। বুলাওয়ায়োর কুইন্স স্পোর্টস ক্লাবের মাঠে প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়ে নারী ক্রিকেট দলকে মাত্র ৪৮ রানে অলআউট করে দিয়ে ১০.৪ ওভারেই তাড়া করে জিতেছে বাংলাদেশ নারী দল; হারিয়েছে মাত্র ২টি উইকেট।

এগারো ওভারেই জিতলো টাইগার নারী দল!

টসের সময় অধিনায়কগণ।

বাঘিনীদের বোলিং তোপে জিম্বাবুয়ের প্রেশাস মারাঙ্গে (১৭) ছাড়া আর কোন ব্যাটারই দুই অঙ্কের রান স্পর্শ করতে পারেনি। পেসার জাহানারা আলম, স্পিনার সালমা খাতুন ও নাহিদা আক্তার প্রত্যেকে নিয়েছেন ৩টি করে উইকেট। মাত্র ৮ রানে জিম্বাবুয়ের শেষ ৫টি উইকেট ফেলে দিয়েছে ‘টাইগ্রেস’রা। জিম্বাবুয়ে নারী দলের ওয়ানডেতে এটিই সর্বনিম্ন স্কোর।

এগারো ওভারেই জিতলো টাইগার নারী দল!

৪৯ রানের টার্গেটে ২১ রানের মধ্যে দুই ওপেনিং ব্যাটার মুর্শিদা খাতুন ও শারমিন আখতারকে হারালেও ফারজানা হক ও রুমানা আহমেদের ব্যাটে সহজ জয়ই পায় বাংলাদেশ। ফারজানা ২১ বলে ১১* ও রুমানা ২০ বলে ১৬* রান করে অপরাজিত থাকেন।

Advertisement
Share.

Leave A Reply