fbpx

এলিটা কিংসলেকে বাদ দিয়ে সাফের চুড়ান্ত দল ঘোষণা!

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আগামী ২১ জুন শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপের ১৪তম আসর। মোট আট দল অংশগ্রহণ করবে এই টুর্নামেন্টে। বাংলাদেশে জাতীয় দলের হেড কোচ হাভিয়ের কাবরেরা অনেকটা চমক দিয়েই ঘোষণা করেছেন সাফের ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াড।

প্রথমবারের মতো জাতীয় দলের চূড়ান্ত স্কোয়াডে জায়গা পেয়েছেন বসুন্ধরা কিংসের তরুণ মিডফিল্ডার শেখ মোরসালিন ও ফর্টিস এফসির ফরোয়ার্ড রফিকুল ইসলাম। তবে বাদ পড়েছেন ফরোয়ার্ড এলিটা কিংসলে।

এছাড়াও সাফের চূড়ান্ত স্কোয়াডে জায়গা হয়নি মিডফিল্ডার মাসুক মিয়া জনি, ফরোয়ার্ড শাহরিয়ার ইমন, সাজ্জাদ হোসেন ও  গোলরক্ষক মেহেদি হাসান শ্রাবণ। ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছেন ডিফেন্ডার টুটুল হোসেন বাদশা ও রিমন হোসেন।

একটি প্রীতি ম্যাচ খেলতে আগামীকাল কম্বোডিয়ার উদ্দেশে রওনা হবে বাংলাদেশ। ১২ জুন কম্বোডিয়ার স্থানীয় দল তিফি আর্মির বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ১৫ই জুন ম্যাচ খেলে পরদিন সাফের ভেন্যু বেঙ্গালুরুতে যাবে জামাল ভুইয়ারা।

গোলরক্ষক : আনিসুর রহমান জিকো, মিতুল মারমা ও শহিদুল আলম ।
ডিফেন্ডার : বিশ্বনাথ ঘোষ, তপু বর্মন, কাজী তারিক রায়হান, ইসা ফয়সাল, মেহেদি হাসান মিঠু, রহমত মিয়া, ও আলমগীর মোল্লা।
মিডফিল্ডার : জামাল ভূঁইয়া, সোহেল রানা (কিংস), মজিবুর রহমান জনি, সোহেল রানা (আবাহনী), রবিউল হাসান, শেখ মোরসালিন ও মোহাম্মদ হৃদয়।
ফরোয়ার্ড : ফয়সাল আহমেদ ফাহিম, মোহাম্মদ ইব্রাহিম রাকিব হোসেন, সুমন রেজা, রফিকুল ইসলাম ও আমিনুর রহমান সজীব।

Advertisement
Share.

Leave A Reply