fbpx

নরওয়েকে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টারে জাপান

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

নারী বিশ্বকাপে গত আসরটা মোটেই ভালো কাটেনি জাপানের। ২০১১ সালে চ্যাম্পিয়ন হওয়া এশিয়ার একমাত্র দেশ গত আসরে বিদায় নিয়েছিল শেষ ষোল থেকে। তবে এবার সেই ক্ষত কাটিয়ে ভালোভাবেই ছুটছে জাপান।

শনিবার (৫আগস্ট) শেষ ষোলোর ম্যাচে নরওয়েকে ৩-১ গোলে হারিয়ে কোয়ার্টারে নাম লিখেছে জাপান।

নিউজিল্যান্ডের ওয়ালিংটনে অনুষ্ঠিত ম্যাচে জাপান লিড নিয়েছিল নরওয়ের আত্মঘাতি গোলে। ৫ মিনিট বাদেই নরওয়ে সমতা ফেরায় গুরো রেইটেনের হেডে। দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটে রিসা শিমিজু ও ৮১ মিনিটে গোল করেন হিনাতা মিয়াজাওয়া। এতে নারী বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল ২০১১ আসরের চ্যাম্পিয়নরা।

এদিন দিনের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডকে ৫-১ গোলে গুঁড়িয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে স্পেন। শেষ আটে জাপান প্রতিপক্ষ হিসেবে পাবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট ও সুইডেনের মধ্যে জয়ী দলকে। আগামীকাল অনুষ্ঠিত হবে ম্যাচটি।

Advertisement
Share.

Leave A Reply